ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত

ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত

  • Latest Version
  • Suddho App Lab

ঈদ মোবারক, ঈদের নামাজের নিয়ত নিয়ম ও ফজিলত সহ ঈদের নামাজের খুতবা নিন ঈদের নামাজ

About this app

ঈদুল ফিতর ঈদের নামাজের নিয়ম ও ঈদের নামাজের নিয়ত নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা অনেকেই ঈদের নামাজ পড়ার সঠিক নিয়ম জানিনা। সামনে সবাই যা করে আমরাও দেখে দেখে তাই করি। এতে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে তাও জানিনা। আপনাদের সুবিদার্ধে ঈদের নামাজের নিয়ম- কানুনগুলো তুলে ধরলাম ।যাতে আপনারা ঈদের আগেই নিয়ম গুলো আয়ত্ত করে নিতে পারেন। বছর ঘুরে আমাদের মাঝে হাজির হলো পবিত্র ঈদুল ফিতর। মহান আল্লাহ মুসলমানদের জন্য দুটি দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারিত করেছেন। এই দিনগুলোতে ঈদের নামাজ পড়া ওয়াজিব। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘অতএব তোমার রবের উদ্দেশেই নামাজ পড়ো এবং নহর করো। ঈদের নামাজের পদ্ধতি স্বাভাবিক নামাজের মতো নয়। যেমন—ঈদের দুই রাকাত নামাজের কোনো আজান, ইকামত নেই। এতে অতিরিক্ত ছয়টি তাকবির রয়েছে। সেগুলো আদায়ের নির্দিষ্ট নিয়ম রয়েছে।

ঈদের নামাজ ঘরে পড়ার নিয়ম কি তা আমরা অনেকেই জানিনা। ঈদের নামাজ কত রাকাত পড়তে হয় এবং সেই সাথে ঈদের নামাজ কি ওয়াজিব না সুন্নত তা বলার চেষ্টা করব এই অ্যাপে। ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও কোরবানির ঈদের নামাজের নিয়ম প্রায় একি রকম। নামাজ শেষে ঈদের নামাজের খুতবা আরবি বাংলা সহ অর্থ দেওয়া আছে। ঈদের নামাজ ঘরে পড়ার নিয়ম কি এবং কি ভাবে আদায় করতে হয় তা আমরা জানাবো ইনশাল্লাহ।


ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। মুসলিম উম্মাহ প্রতি বছর দু'টি ঈদ উদযাপন করে। ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। বছরে দুই বার ঈদের নামাজ পড়ার কারণে অনেকেই নামাজ পড়ার নিয়ম ভুলে যান। তাই ঈদের নামাজের নিয়ম তুলে ধরা হলো-
ঈদের নামাজ ছাদবিহীন খোলা জায়গায় আদায় করা সুন্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করতেন। যদি খোলা স্থানের ব্যবস্থা না থাকে তবে মসজিদেও ঈদের নামাজ পড়া যাবে।
ঈদের নামাজ খোলা জায়গা, মসজিদ কিংবা বাসা-বাড়ি যেখানেই পড়া হোক না কেন, অবশ্যই তা জামাআতের সঙ্গে পড়তে হবে। জুমআ নামাজ অনুষ্ঠিত হওয়ার জন্য যেসব শর্ত প্রয়োজন, ঈদের নামাজ আদায় করার জন্যও একই শর্ত প্রযোজ্য।
সুতরাং জামাআত ছাড়া ঈদের নামাজ আদায় করা যাবে না। বাসা-বাড়িতে ঈদের নামাজ আদায় করতে হলেও অবশ্যই জামাআতে ঈদের নামাজ আদায় করতে হবে।

নামায শিক্ষা বা নামায পড়া জানা আমাদের সকল মুসলিমের জন্য অত্যান্ত জরুরী একটি বিষয়। নামাজের নিয়ম সঠিক ভাবে জানা না থাকলে আমাদের নামায হবে না। তাই, নামায পড়ার নিয়ম নিয়ে আমাদের এই অ্যাপটি। নামাযের দোয়া এই অ্যাপটির একটি অংশ। নামাজের দোয়া গুলো সঠিক ভাবে পড়া এবং জানা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশাকরি আপনাদের সকলের ই আমাদের এই ঈদের নামায শিক্ষা অ্যাপটি অনেক ভালো লাগবে। ঈদের নামাজ কাজা পড়া বা একা পড়ার সুযোগ নেই। তবে কমপক্ষে চার জন কিংবা তার চেয়ে বেশি মানুষের ঈদের নামাজ ছুটে গেলে তাঁরা সবাই জামাতের সহিত ঈদের নামাজ পড়ে নেবে।

আমাদেরকে অবশ্যই ৫ স্টার দিয়ে অনুপ্রাণিত করবেন। আপনার মূল্যবাদ মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

Versions ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত